হালিশহর থানা ছাত্রদলের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): নগরীর হালিশহর থানা ছাত্রদল’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। হালিশহর থানা ছাত্রদল নেতা সামিউল কবির সিয়াম এর ব্যাক্তিগত উদ্যােগে এই কার্যক্রম করা হয়েছে। সিয়াম জানান, “দিন দিন করোনা রোগী বাড়ছে আমাদের সকলকে সচেতন হতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে থাকতে হবে। দেশের ক্রান্তিলগ্নে দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ছাত্রদলের ধারাবাহিক কার্যক্রম এর অংশ হিসেবে এই উপহার বিতরণ।” করোনা মোকাবেলায় সরকারকে আরো বেশি সচেতন হতে হবে উল্লেখ করে সে সরকারকে দলমত নির্বিশেষে সকলের পাশে থাকার অনুরোধ করে। উপহার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন ২৫নং রামপুর ওয়ার্ড ছাত্রদল এর নেতৃবৃন্দ।