হানাদার মুক্ত দিবস পালিত নীলফামারী ডিমলায়
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধিঃআজকের এই দিনে ডিমলা উপজেলা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে বীর মুক্তিযোদ্ধারা ডিমলা উপজেলাকে মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায়আজ (১১ ডিসেম্বর) ডিমলা উপজেলা বাংলাদেশ মুক্তযোদ্ধা সন্তান সংসদ এর আয়োজনে একটি আনন্দ র্যালী বের করে ডিমলা শহরের ছোট ও বড় সড়ক পরিদর্শন করে অফিস কার্যালয়ের সামনে এক পথ সভায় মিলিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, রংপুর বিভাগীয় সভাপতি সফিয়ার রহমান,
ডিমলা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর (ভারপ্রাপ্ত) সভাপতি মনি সিংহ রায়। উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সাধারণ সম্পাদক, জুবাইদুল ইসলাম জুবাই। সাংগঠনিক সম্পাদক, সাইদুল ইসলাম মুক্তি। সহ- সাংগঠনিক সম্পাদক, তুষার ইসলাম। সহ- সাংগঠনিক সম্পাদক, জুয়েল ইসলাম। অর্থ সম্পাদক, রোমান কুমার সিংহ রায়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মকফর আলী সহ আরও অনেকে।