হাজারী গলির প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Share the post

আজাদ চৌধুরী (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়): বুধবার (২৬ ফেব্রুয়ারি) ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নূর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ২৬তম ব্যাচের অ্যাডভাইজার আসিফ মো. সিদ্দিকী। প্রধান অতিথি প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, বিশ্ব সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর দিনদিন সেই অনুযায়ী আমাদের প্রযুক্তির ব্যবহার বেড়ে যাচ্ছে। প্রযুক্তির এই ক্রমবর্ধমান ধারায় নিজেকে সম্পৃক্ত রাখতে এবং বিশ্বের বাজারে টিকে থাকার জন্য আমাদের প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশে স্বনামধন্য। এখানে শিক্ষা লাভ করে তোমাদের ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর এবং ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারবে। অনুষ্ঠানের সভাপতি টোটন চন্দ্র মল্লিক বলেন, বর্তমান প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবরেটরীগুলো ডিজাইন করা। চট্টগ্রামে একমাত্র আমাদের রয়েছে অত্যাধুনিক পিএলসি বেইজড কন্ট্রোল সিস্টেম ল্যাবরেটরী ও অত্যাধুনিক অ্যাডভান্স পাওয়ার সিস্টেম ল্যাবরেটরী। তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এসব ল্যাবরেটরীতে শিক্ষা অর্জন করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাহুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অষ্টম ব্যাচের সাইফুল ইসলাম রুবেল, পিইউসি রোবটিক্স ক্লাবের সভাপতি শামসুল আরেফিন রাজিত, আই ট্রিপল ই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারম্যান রনি চৌধুরী। এরপর শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবরেটরী ও লাইব্রেরি ঘুরে দেখান বিভাগের সহকারী অধ্যাপক একরামুল হক, সহকারী অধ্যাপক হেলাল উদ্দীন, প্রভাষক সুমনা সেন, প্রভাষক আজিম উদ্দিন, প্রভাষক রাফি ইসলাম, প্রভাষক সানজিদা আক্তার তুনাজ, প্রভাষক মিনহাজুল ইসলাম রাহাত, প্রভাষক সাইদুল রহমান পাভেল, প্রভাষক সৌমেন দত্ত ও প্রভাষক অমৃতা সিংহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]