হবিগঞ্জে সুজনের করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ।
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) : করোনা ভাইরাস সংক্রান্ত বিষয় সকলকে সচেতন করার লক্ষে হবিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ টাউন হল এলাকার সহ গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয় । লিফলেট এ করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতায় বলা হয় বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করুন।-জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন। আক্রান্ত ব্যাক্তির কাছ থেকে নিরাপদ দুরত্বে থাকুন। প্রতিবার হাত পরিস্কারের সময় সাবান ব্যবহার করুন। হাঁচি ও কাশি দেওয়ার আগে মুখ ঢেকে রাখুন ও ব্যবহৃত টিস্যু ময়লার ঝুড়িতে ফেলুন। ডিম ও মাংস ভালোভাবে সিদ্ধ করুন এবং দুধ ঠিকমতো ফুটিয়ে পান করুন।সকলকে আতংকিত না হয়ে সচেতন ভাবে চলাফেরার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক( সুজন)হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন চেয়ারম্যান মীর দুলাল.আব্দুল জলিল. আবদুল মোতালেব তালুকদার দুলাল. তোফাজ্জল হোসেনের সাইদুর রহমান মহসিন আহমেদ রুপন আহমেদ.রাজন আহমেদ প্রমুখ।