

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ মাদক ব্যবসায়ী কে কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (০৩ ফ্রেব্রুয়ারী) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব এর নেতৃত্বে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বড় বহুলা গ্রাম হতে ২ জন মাদকব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো গোপায়া ইউনিয়নের বহুলা গ্রামের মোঃ আলতু মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া(৩০) ও এক ই গ্রামের মৃত আলী রহমানের ছেলে মোঃ আলমগীর মিয়া(৪৩) থানা জেলা হবিগঞ্জ কে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন মোবাইল কোর্ট বসিয়ে ২টি মামলা রুজু করে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।