হতদরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিল জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ
তামিম রহমান চৌধুরী (সিলেট): করোনা ভাইরাসের চারিদিকে যখন বাহির থেকে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না অথবা কেউ টাকার অভাবে ধান কাটতে পারছে না তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের একঝাঁক ছাত্রলীগ নেতা। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে স্তব্ধ হয়ে গেছে দেশের সকল মানুষের জীবনযাত্রা। তবে ছাত্রলীগের চিরাচরিত নিয়মানুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে ধান কাটার জন্য সাধারণ কৃষকের পাশে এসে দাড়িয়েছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি’দে এর নির্দেশনায় ধান কাটার জন্য এগিয়ে আসে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ।আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন গত কয়েকদিন যাবত ভারী বর্ষন সহ আগাম বন্যা হওয়ার সতর্কতা সহ মাইকিং করা হচ্ছে। এদিকে করোনা আতংকে শ্রমিক সংকটের কারণে অনেকটা দুঃচিন্তায় পড়েন উপজেলার অধিকাংশ কৃষক। আর এই খবর পাওয়া মাত্র সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে মঙ্গলবার হাওরে গিয়ে নিজ হাতে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলেন দিলেন ছাত্রলীগ। এব্যপারে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আলম লিমন বলেন, দেশের দু:সময়ে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দু:সময়ে আরোও কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এসময় ধান কাটায় আরোও অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক চয়ন রায়, আজীজুল হক হীরা, সদস্য রকি ইসলাম, গোলাম মোস্তফা রাসেল, উপজেলা ছাত্রলীগ নেতা শুভ্র দে, মেহেরাজ মিয়া, প্রান্ত তালুকদার, রতন পাল,আল আলাল, খাদিমুল ইসলাম, দেবাশীষ হালদার, মেহেদী, আকাশ চৌধুরী, রুপক পাল, শান্ত সরকার, আগুন, বিধান, তুতন, প্লাবন রায় রাজ, আফজাল, প্রমূখ।