

মোঃরাশেদ খান,ভোলা : দ্বীপজেলা ভোলার দুই আসনের(বোরহানউদ্দিন – দৌলতখান) সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই ব্যক্তির করা অভিযোগটি— মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেন, হাফিজ ইব্রাহিম।
গণমাধ্যমকর্মীদের দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান তিনি সাবেক এ সাংসদ হাফিজ ইব্রাহিম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সেলিম নামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেন। পরে ওই অভিযোগটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে আজ দুপুরে দৌলতখান উপজেলা বিএনপির উদ্যোগে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, থানা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ জুলু বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযোগটির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের হাফিজ ইব্রাহিম বলেন, সংবাদটি প্রকাশ হওয়ার পর আমার নজরে আসলে আমি মনোযোগ দিয়ে শুনি। সেলিম নামে যে ব্যক্তি আমার নামে জমি দখলের অভিযোগ দিয়েছেন। তিনি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা না। আমি খবর নিয়ে জেনেছি, তিনি ভোলা সদর-১ আসনের মানুষ। সাবেক বিএনপি এমপি ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাড়ির পাশে তার বাড়ি।
সেলিমের সাথে তার আপন ভাতিজি জামাইয়ের সাথে জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ভাতিজি জামাই তাকে হুমকি ধামকি দিয়ে থাকতে পারে। এমনকি ওই বিষয়ে ভোলা সদর থানায় মামলা রয়েছে।
হাফিজ ইব্রাহিম বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
পতিত সরকারের পলাতক এবং একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।