সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি আটক ২

Share the post
সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও কাজীপাড়া এলাকায় স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম জানান, গত ২৭ এপ্রিল রাত ১০:৩০টায় তিনি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ৫-কেভিএ ট্রান্সফরমারটি সুস্থ অবস্থায় দেখতে পান। তবে পরদিন ২৮ এপ্রিল সকাল ৭টার দিকে খবর আসে, ট্রান্সফরমারটি চুরি করার সময় স্থানীয়রা দুই জন চোরকে হাতেনাতে ধরে ফেলেছে এবং অপর একজন পালিয়ে গেছে।
খবর পেয়ে তিনি এবং তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দা নুরে আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা দুই চোরকে আটকে রাখেন। পরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের নাম মোঃ রবিউল ইসলাম (২৩) এবং মোঃ রাকিবুল ইসলাম (২০) বলে জানা যায়। তাদের সাথে পলাতক চোর মোঃ সাগর (২০)-এর সম্পৃক্ততার কথাও তারা স্বীকার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের খালি ট্যাংকি, ইনসুলেটর এবং সাতটি ছোট লোহার টুকরা উদ্ধার করে। উত্তেজিত স্থানীয় জনতার মারধরে আটককৃতরা কিছুটা আহত হয়, তবে পুলিশ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।ঘটনার বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ১৫ আগস্টে কর্মসূচি পালনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সন্দেহে আটক-১

Share the post

Share the postময়মনসিংহের ধোবাউড়ায় ১৫ আগস্ট কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।উপজেলার বাকপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। আজ সোহেল মিয়া নামে এক ব্যাক্তিকে নিষিদ্ধ সংগঠনের নেতা সন্দেহে আটক করে থানায় আনা হয়। এই ঘটনার পর আটককৃত ব্যাক্তি […]

বিজয়নগরে মৎস্য সপ্তাহ উদ্বোধন, র‍্যালি,পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ। পরে উপজেলা চত্বরের […]