সৈয়দপুর কামার পুকুরে কফি চাষের উদ্বোধন

Share the post

রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে কফি চাষ শুরু হয়েছে। উপজেলার কামাপুকুর বাজারের পাশে একটি বাগানে আজ বুধবার, ২১ অক্টোবরে উদ্বোধন করা হয়। ঢাকা খামার বাড়ি’র পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো. আসাদুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে একটি কফি গাছের চারা রোপন করে কফি চাষের উদ্বোধন করেন। এ সময় সেখানে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিাচলক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. মনিরুজ্জামান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম। সেখানে আর ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. আখতারুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুল হাসান, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, কৃষিবিদ মো. সালাহউদ্দিন, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, কামারপুকুর বøকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আশা। তারা নিজ নিজ বক্তব্যে অনুসারে কৃষকদের কপি চাষের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যানের ভাড়াটে লোকের সঙ্গে সাধারন জনতার সংঘর্ষ, আহত-১৪

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ আগস্ট) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সিপাইপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে ভাড়াটিয়া লোক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান […]

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]