সৈয়দপুর কামার পুকুরে কফি চাষের উদ্বোধন
রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে কফি চাষ শুরু হয়েছে। উপজেলার কামাপুকুর বাজারের পাশে একটি বাগানে আজ বুধবার, ২১ অক্টোবরে উদ্বোধন করা হয়। ঢাকা খামার বাড়ি’র পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো. আসাদুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে একটি কফি গাছের চারা রোপন করে কফি চাষের উদ্বোধন করেন। এ সময় সেখানে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিাচলক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. মনিরুজ্জামান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম। সেখানে আর ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. আখতারুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুল হাসান, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, কৃষিবিদ মো. সালাহউদ্দিন, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, কামারপুকুর বøকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আশা। তারা নিজ নিজ বক্তব্যে অনুসারে কৃষকদের কপি চাষের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।