সৈয়দপুর ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮ : ৫০০ % পর্যন্ত ক্যাশ ভাউচার, ফ্রি পন্য

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: দেশের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্যের জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন শহর ছাড়িয়ে গ্রাম পর্যায়ে সব শ্রেণির মানুষের ঘরে ঘরে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে শুরু হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮। অনলাইন অটোমেশনের আওতায় আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে এই ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ওয়ালটন প্লাজার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যা লী ও মটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় । আজ বুধবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যা লী ও মটরসাইকেল শোভাযাত্রাটি শহরের রেলমাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর ওয়ালটন প্লাজার সামনে এসে শেষ হয় । ক্যাম্পেইনের প্রতি সিজনেই ক্রেতাদের জন্য নতুন নতুন চমক রাখে ওয়ালটন। এবার সিজন ৮ এ ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রেতাদের ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ দিচ্ছে তারা। রয়েছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য। থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেয়া হচ্ছে।প্রাপ্ত ক্যাশ ভাউচার দিয়ে পছন্দমতো ওয়ালটনের যেকোনো পণ্য কিনতে পারবেন ক্রেতারা। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮ প্রোগ্রামে উপস্থিত ছিলেন দিনাজপুর জোন এর এরিয়া ম্যানেজার মো: সালেহ্ আহমেদ,দিনাজপুর জোন’র ক্রেডিট মনিটরিং অফিসার মো: দেলোয়ার হোসেন, সৈয়দপুর ‘ওয়ালটন প্লাজা’র ম্যানেজার মো:মোখলেছুর রহমান (রবিন) ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]

জলঢাকায় শিক্ষকদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Share the post

Share the postহাসানুজ্জামান সিদ্দিকী হাসান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বিকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের উদ্যোগে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কিছু স্বার্থের্ষী মহল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত ও পদত্যাগ পত্রে জোরপূর্বক  সাক্ষর নেওয়ার প্রতিবাদে […]