সৈয়দপুরে ফুটপাতে অবৈধ দখলমুক্ত করতে অভিযান।
রাজু আহমেদ ।। নীলফামারী জেলা প্রতিনিধি : জনগণ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে উপজেলা প্রশাসনের তৎপরতা অবৈধ দখল মুক্ত কারিদের বিরুদ্ধে অভিযান।সৈয়দপুরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সৈয়দপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের শামসুল হক সড়ক পাঁচমাথা মোড় থেকে ছোট রেলঘুন্টি পর্যন্ত ফুটপাত অবৈধ ভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃরমিজ আলম এই অভিযান পরিচালনা করেন। এসময় ফুটপাতের ওপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে ১৮৬০ দণ্ডবিধির ১৮৩ ধারায় ৩৬ জনকে ৩৯ হাজার জরিমানা ও কয়েকজনের মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ সাথে ছিলেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃরমিজ আলম বলেন, ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের এই অভিযান। অনেকেই ফুটপাত দখল করে রাস্তায় মালামাল সামগ্রী রেখে ব্যবসা করছে।
এতে রাস্তা সরু গলিতে পরিণত হয়ে যানবাহন ও জনসাধারণ চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণের জন্য আজকের এই অভিযান। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও আজকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে এমনটি আমাদের জানিয়েছেন।