সৈয়দপুরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Share the post

মোঃ মাইনুল হক, বিভাগীয় প্রধান রংপুর:
নীলফামারী জেলা,সৈয়দপুর পৌরসভাধীন শহরের ৫ নং ওয়াড মুন্সিপাড়ায়, চাঞ্চল্যকার শিশু ধর্ষণ মামলার অন্যতম আসামী ধর্ষক এরশাদের ভাবী ও ধর্ষনে সহায়তাকারী মোছাঃ মনি আশরাফি (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব। ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়,শহরের মাস্টারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় । সে সৈয়দপুর পৌরসভার পৌর ৫ নং ওয়ার্ডের মুন্সিপাড়া মহল্লার মোঃ নওশাদ এর স্ত্রী।

তার বিরুদ্ধে গত ২ আগস্ট দুপুর আনুমানিক ১২ টার সময় সৈয়দপুর পৌরসভাধীন মুন্সিপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণে তার দেবর এরশাদ (৩০) কে সহায়তার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ধর্ষনের শিকার শিশুটির মা মোছাঃ আসমা বেগম (২৫) সৈয়দপুর থানায় গত ১৯ আগস্ট ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামী মনি আশরাফী পলাতক ছিলো। মামলার প্রধান আসামী এরশাদ এখনও পলাতক রয়েছে।

র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, ভেজাল ঔষধ প্রস্তুতকারক ও ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে আসামী মনি আশরাফীকে গ্রেফতার করা হয়েছে। এরশাদকেও গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামীকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, বৃহস্পতিবার সকালে আসামী মনি আশরাফীকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]