সৈয়দপুরে সেনানিবাস এলাকায় , ট্রলি-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে সহকারী লোকো মাস্টার নিহত
মোঃ রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রলিরক সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক,এ এল এম, সুমন মোহাম্মদ তুষার (৩৫) নিহত হয়েছেন। নিহত সুমন দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর পুত্র। সে বাংলাদেশ রেলওয়ের এ এল এম, সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেন চালক) হিসেবে কর্মরত। পুলিশ জানায়, রোববার (১৬ আগষ্ট) রাত আনুমানিক ৮টার দিকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে পার্বতীপুরে যাওয়ার সময় সৈয়দপুর উপজেলার সীমানা এলাকার চৌমুহনী বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সুমন। এ সময় মোটরসাইকেলে থাকা বোন ও ভাগিনী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।