সুন্নিয়তের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নেছারিয়া কামিল এম.এ.মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, প্রবীন আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (৭৩) গত (১৮ মে) সোমবার, রাত ১ঃ৩০ মিনিটের সময় নগরীর খুলশীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি -নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।এছাড়াও বন্যাঢ্য অধ্যাপনা সময়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিলেন,ওনার কাজের গন্ডি দেশ পেরিয়ে বিদেশেও সর্বজনবিদিত হয়েছে।এরকম একজন গুণী মানুষের মৃত্যুতে সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের ১ম নামাজের জানাযা ১৯ মে, মঙ্গলবার বাদে জোহর, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসা ময়দানে ২য় নামাজের জানাযা বাদে আছর চন্দনাইশ পশ্চিম কেশুয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ আল্লামা শাখাওয়াত হোসাইনের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল-কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মান্নান,মহাসচিব এম.এ.মতিন,প্রচার সচিব,রেজাউল করিম তালুকদার,আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী,চন্দনাইশ উপজেলার সভাপতি পীরজাদা খাজা মোবারক আলী,সাধারণ সম্পাদক আল্লামা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, চন্দনাইশ পৌরসভার সিনিয়র সহ-সভাপতি,আলহাজ্ব আহমদুর রহমান সওদাগর,সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবু তালেব,আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহঃ) দরবার শরীফের সাজ্জাদাশীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন,চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,প্যানেল চেয়ারম্যান সোলাইমান ফারুকী,পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, নাজিম এন্ড কোম্পানীর ব্যবস্হাপনা পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন রুপন, আল্লমা বশির আহমদ শাহ (রহঃ) সৃতি সংসদের উপদেষ্টা আলহাজ্ব এ.টি এম.খোরশেদুল ইসলাম, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, মহাসচিব আলমগীর বঈদী বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুন্নীয়ত কে প্রাতিষ্ঠানিক রুপদানে তাঁর ত্যাগ ও অবদান অনস্বীকার্য,আজীবন তিনি সুন্নীয়তের পক্ষে বাতিল মোকাবেলায় নিরলস,কর্মযোদ্বা ছিলেন, দেশ জাতী এক বরেণ্য আলেমেদ্বীন কে হারাল। সারা দেশে তাঁর অসংখ্যা ছাত্র ইসলামের খেদমত করে যাচ্ছে,তাঁর ইন্তেকালে সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দরা শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।