সুনামগঞ্জে চালকল মালিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
তামিম রহমান চৌধুরী (সিলেট): মঙ্গলবার বিকাল ০৩.০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে জেলা চালকল মালিক ও মিলার মালিক সমিতির প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসনের পক্ষে প্রতিনিধিত্ব করেন ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ এমরান হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জনাব মোঃ জাকারিয়া মোস্তফা। উক্ত মতবিনিময় সভায় বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে সুনামগঞ্জের ধান কর্তনে সহায়তা প্রদানের জন্য শ্রমিক সহায়তা প্রদান, কর্তনকৃত ধান যথাযথ ন্যায্য মূল্যে ক্রয় করা, ধানের সংগ্রহ পরিবহন ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য যে, এ বছর সুনামগঞ্জ জেলায় ব্যাপক বোরো ধান চাষ করা হয়েছে। যেহেতু, সুনামগঞ্জ জেলায় বোরো মৌসুমে ধান চাষের পরিমাণ ও ধানের উৎপাদনের পরিমাণ বেশি হয়, সেহেতু সুনামগঞ্জ জেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ/২০২০ মৌসুমে ধানগুলো যাতে সঠিক সময়ে কর্তন করা যায় এবং প্রকৃত কৃষকের স্বচ্ছ তালিকা প্রণয়ন করা সম্ভব হয় সে বিষয়ে উপজেলা পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। নীতিমালা অনুযায়ী কৃষকের স্বচ্ছ তালিকা প্রণয়ন করে উপজেলাওয়ারী প্রাপ্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব হতে মুক্তির জন্যকৃষকগণ যাতে সরাসরি মিলারের নিকট মিলে ধান সরবরাহ করতে পারে এবং কৃষকগণ যাতে ধানের ন্যায্য মূল্য প্রাপ্ত হয় সে বিষয়ে মিলারগণের দৃষ্টি আকর্ষণ করাসহ কোন অবস্থাতেই যাতে সুনামগঞ্জ জেলায় কোন ব্যক্তি ধান মজুদ করে না রাখে সে বিষয়ে সজাগ থাকার জন্য সকল মিলারগণকে অনুরোধ করা হয়।