সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রলীগকর্মীরা কৃষকের ধান কেটে দিলেন
তামিম রহমান চৌধুরী (সিলেট) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এর নির্দেশনায় তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ তালুকদারের নেতৃত্বে প্রতিদিনেই দপায় দপায় গরিব কৃষকদের ধান কাটছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের এক ঝাঁক ছাত্রলীগ নেতা। এনামুল হাসান শাকিলের ও আবুল আসাদ মিলনের সহযোগিতায় প্রতিদিনের মাঠে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছ ছাত্রলীগ নেতারা। এসময় উপস্থিত থাকেন -ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম সৌরভ, তানভীর আহমেদ জনি, ইমন আহমেদ, আরিয়ান মান্না, মেহেদী হাসান জুনায়েদ, জুনেল আহমেদ রকি, সৌরভ আহমেদ, রাজু মাহমুদ, সাইদিয়ার আহমেদ সহ আরো অনেকেই। রিয়াদ তালুকদার বলেন, “আমি কৃষকের সন্তান। আমি কৃষকের দুঃখ-কৃষকের বুঝি। কারন, আমি পরিবারেও এক ফসলী সোনার ফসলের অপেক্ষা অপেক্ষিত থাকে।” যত দিন পর্যন্ত সোনার ফসল ঘরে উঠে নি, তত দিন আমরা ফসলের মাঠ থাকবো ইনশাল্লাহ।