সীতাকুণ্ডে গত এক সপ্তাহে ১২ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ডে গত এক সপ্তাহে ১২ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থান, নোয়াখালী জেলার কয়েক স্থান ও চট্টগ্রামের চাঁদগাও থেকে তাদের আটক করা হয়।আটককৃতদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরী এলজি, দুইটি কার্তুজ, ৬ টি বিভিন্ন সাইজের ছোরা, দশটি টর্চ লাইট, লুটের মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাগসহ ১০ ভরি ১২ আনা স্বর্ণালংকার ও ২৭ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুর একটায় সীতাকুন্ড থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, অব্যাহত ডাকাতি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাসে ৫টি ডাকাতির মামলা দায়ের করা হয়।
এসব মামলার তদন্ত চলাকালে রফিকুল ইসলাম রাকিব নামের নোয়াখালী জেলার এক আসামিকে গ্রেপ্তার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী অপরাপর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা হলেন নোয়াখালী জেলার সুধারাম থানা আম্বলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের সালাউদ্দিনের পুত্র রফিকুল ইসলাম রাকিব (২৫), নোয়াখালী জেলা সুধারাম থানার অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নুরপুর গ্রামের মৃত মোঃ বেলাল এর পুত্র মোহাম্মদ মোস্তফা (৪১), এ কই গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র মোহাম্মদ রাশেদ (২৪), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কালি গ্রামের মোঃ খোকনের পুত্র সোহাগ (২৪), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র মোহাম্মদ সোহেল (২২), নোয়াখালী জেলার কবিরহাট থানার নলুয়া গ্রামের মানিক মিয়ার পুত্র মোতালেব হোসেন প্রকাশ আব্দুল কাদের প্রকাশ কাদের চোরা প্রকাশ সাজু (২৮), একই জেলার কোম্পানীগঞ্জ থানার ছোট ধূলি গ্রামের মৃত আনিসুল হকের পুত্র মোঃ শাহিন (২৮), চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি গ্রামের এনামুল হকের পুত্র কামরুল হাসান (২৬), সীতাকুণ্ড উপজেলার পৌরসভার পূর্ব আমিরাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের পুত্র মোঃ শাহিন (৩৩) এবং সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম গোলাবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল মালি উল হকের পুত্র জাহাঙ্গীর আলম রনি(৩০)।
উল্লেখ্য, গত কিছুদিন যাবত সীতাকুণ্ডে অশংন্কাজনকহারে বেড়ে গেছে ডাকাতির ঘটনা। প্রতিরাতেই উপজেলার কোন না কোন এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। এনিয়ে উদ্ধিগ্ন জনসাধারণ।