সিলেটে সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ডে’ ৪৭ হাজার পরিবারের খাদ্য সামগ্রী জমা হয়েছে।

Share the post

মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) : সিলেটের ব্যবসায়ী, প্রবাসী, বিত্তবান মানুষ ও সিসিকের নিজস্ব ফান্ডের তহবিলের অর্থ থেকে দেয়া দানে এসব খাদ্য সামগ্রী জমা হয়। এর আগে গত ২৯ মার্চ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের জন্য খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত হয় বলে জানান মেয়র আরিফ। এরপর সোমবার ও মঙ্গলবারে এসব খাদ্য সামগ্রী ফান্ডে জমা হয়। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বস্তি আছে ১ হাজার ৯৪ টি। এরমধ্যে ২ লাখ ৫৪ হাজার ৩৫১ মানুষ বস্তিতে বসবাস করে। আর পরিবারের হিসেবে বস্তি এলাকায় বসবাস করে প্রায় ৬৭ হাজার পরিবার। এদের জন্যই মূলত এ খাদ্য ফান্ড গঠন করা হয়েছে বলে জানানো হয়। সিসিক সূত্র আরও জানায়, সরকারের কাছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৬৪৯ মেট্রিক টন খাদ্য সামগ্রী চাওয়া হলেও সরকার থেকে মাত্র ৫০ মেট্রিক টন খাদ্য সহায়তা পাওয়া গেছে। তবে হয়তো এটি পর্যায়ক্রমে হয়তো আরও আসবে। তবে সিলেট সিটি কর্পোরেশন বসে নেই। সিসিকের পক্ষ থেকে নগরীর বৃত্তবানদের আহবান করা হয়েছিল । তারাও মেয়রের ডাকে সারা দিয়েছেন। তারা গত দুইদিনে ৩৫ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন ডাল, তেল ৭ হাজার লিটার, পেঁয়াজ ১০ মেট্রিক টন এবং ৩১ হাজার পিস সাবান খাদ্য ফান্ডে অনুদান দিয়েছেন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ৯৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন ব্যবসায়ী, প্রবাসী ও নগরীর বৃত্তবান মানুষেরা। এটি চলমান কার্যক্রম বিধায় আরও খাদ্য সামগ্রী ফান্ডে আসছে এবং আসবে বলেও জানানো হয়। আর সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ১০১ মেট্রিক টন আলু, ৫৬ মেট্রিক টন ডাল, ৫৬ মেট্রিক টন পেঁয়াজ, তেল ৫৮ হাজার ৮১৯ লিটার, ২৪৫ মেট্রিক টন চাল এবং ৩৪ হাজার ৮১৯ পিস সাবান ক্রয় করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের ডাকে সারা দিয়ে যারাই খাদ্য ফান্ডে খাদ্যসামগ্রী দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ দেশের এই দুর্যোগের মুহূর্তে তারা নগরবাসীর পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি আগামী দিনেও তারা এভাবে নগরবাসীর পাশে দাঁড়াবেন। আর আমরা বিশ্বাস করি সবার সমন্বিত সহযোগিতায় সিলেট নগরীর সবার ঘরেই খাবার পৌঁছে দিতে পারবো। তিনি আরও বলেন, আমরা গত মঙ্গলবার থেকে স্থানীয় কাউন্সিলদের মাধ্যমে বিতরণ শুরু করেছি। আশাকরি আগামী দুতিনদিনের মধ্যে সবাইকে খাবার পৌঁছে দেব। আমরা যে খাদ্য সামগ্রী বিতরণ করব এখানে আমাদের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর এবং তাদের দেয়া জনগণকে নিয়ে করা কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত থাকবেন। একই সাথে ঘরের বাইরে কাউকে খাদ্যসামগ্রী দেয়া হবে না। আমাদের গাড়ি করে সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সবাই নিজেদের একদিনের বেতন খাদ্য ফান্ডে দিয়েছেন উল্লেখ করে মেয়র বলেন, আমি ও আমাদের কাউন্সিলররা অনেকেই সবাই আমরা নিজেদের সম্মানি ভাতা খাদ্য ফান্ডে জমা দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আসলে এই দুর্যোগে সবারই সাধ্যমতো এগিয়ে আসতে হবে। সিলেটে বাসা ভাড়া মওকুফ করলেই পানির বিল মওকুফ সামনে আরও সহযোগিতা প্রত্যাশা করে মেয়র আরিফ বলেন, সামনে রমজান আসতেছে। এছাড়া যদি বর্তমান অবস্থার মেয়াদ বাড়ে তাহলে আবারও সবার সহযোগিতা প্রয়োজন হবে। কারণ আমাদের বুঝতে হবে আমাদের সিলেটে শিল্প কারখানা নাই। আমাদের বস্তি কলোনি বাদেও অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, যারা ছোট ছোট ব্যবসা করেন। এদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য নাই। কাজেই নিন্ম মধ্যবিত্ত ও মধ্য আয়েরও মানুষ বিভিন্ন কারণে দোকান পাট বন্ধ মানুষের খাদ্য সংকটে পরতে পারেন। এজন্য শুধু বস্তি কলোনির কথা চিন্তা করলেই হবে না, এর পাশাপাশি আমাদের অনেক স্থানীয় নিন্ম আয়ের যারা আছে তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। কাজেই আমরা আহবান করবো নগরবাসী যারা আছেন, তারা যাকাতের টাকায় খাদ্য সামগ্রী আমাদের ফাণ্ডে দিলে আমরা খুশি হবো। যারা খাদ্য সামগ্রী দিতে পারেন না তারা টাকা দিতে পারেন। আমরা এজন্য অফিসে আমরা একটি কন্ট্রোল রুম চালু করেছি। এছাড়া আমি কিংবা সংশ্লিষ্ট কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন। ভাড়া মওকুফের অনুরোধ জানিয়েছেন, নির্দেশ দেননি আরিফ প্রসঙ্গত, গত ২৯ মার্চ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বস্তির এবং বাসাবাড়ির মালিকদেরকে ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরীব, অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের একমাসের ভাড়া মওকুফ করি তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।’ভাড়া মওকুফের পাশাপাশি দারিদ্রপীড়িত শ্রমজীবী নিন্মআয়ের মানুষের জন্যে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করার জন্য সিলেটের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মালিকদের জন্যে সংশ্লিষ্ট মাসের পানির বিল মওকুফেরও ঘোষণা দেন মেয়র আরিফুল হক চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]