

জলিলুর রহমান জানি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে এক ব্যবসায়ীর ফ্যাক্টরীতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ৩ আসামিকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে তাঁতশিল্পের এক ব্যবসায়ীর পাওয়ারলুম ফ্যাক্টরী ও ব্যবসা প্রতিষ্ঠানে মারাত্মক হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে সলপ ইউনিয়নের গোপিনাথপুর ও কৃষকগঞ্জ বাজার এলাকায়। মামলার বাদী মোঃ রাজিবুল ইসলাম জানান যে, তিনি একজন পাওয়ার লুম ফ্যাক্টরীর মালিক এবং তাঁতশিল্পের কাপড় ব্যবসায়ী। তিনি আরও বলেন, আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে তার নিকট চাঁদা দাবি করে আসছিল।
ঘটনার দিন, বৃহস্পতিবার রাতে, আসামি এরশাদ আলীর নেতৃত্বে একটি চক্র দেশীয় অস্ত্র নিয়ে তার ফ্যাক্টরীতে এসে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ফ্যাক্টরীতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়।
আক্রমণের সময় উপস্থিত লোকজন বাধা দিলে চাঁদাবাজদের আঘাতে তিনজন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফ্যাক্টরির পর, চক্রটি রাজিবুলের কৃষকগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায়। তারা ঘরে থাকা আসবাবপত্র, টেলিভিশন, চেয়ার টেবিল, আলমারি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সুজিত কুমার বিশ্বাস জানান, ইতিমধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের শনিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।
এই ঘটনার ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তাঁরা নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর তাঁরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।