সিরাজগঞ্জে এনায়েতপুর থানার ১০ পুলিশের করোনা শনাক্ত
মোঃ আদিব রহমান (সিরাজগঞ্জ প্রতিনিধি) :সিরাজগঞ্জে এনায়েতপুর থানার ১০ পুলিশ সদস্য সহ নতুন করে আরোও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রায় রোগীর সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান মোঃ হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টের রিপোর্টে ৭৫ জনের নেগেটিভ এবং ১৯ জনের পজেটিভ এসেছে। নতুন নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই এনায়েতপুর থানার পুুলিশ সদস্য। এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। জেলায় করোনায় মৃত ২ জন যাদের বাড়ী বেলকুচি উপজেলায়।