সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট: স্বাস্থ্যসেবায় হুমকি

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকটের কারণে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। দেড় মাস ধরে ওষুধ সরবরাহ না থাকায় স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মোনহারপুর গ্রামের বাসিন্দা  সরকার জ্বর ও ব্যথা নিয়ে গ্রামের কমিউনিটি ক্লিনিকে যান। সেখানে উপস্থিত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ মোক্তার হোসেন ওষুধের অভাবের কারণে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন। সিএইচসিপি বলেন, “আমাদের এখানে এক মাস ধরে কোনো ওষুধ নেই। একটি কার্টুন ওষুধ ছিল, যা ইতিমধ্যে শেষ হয়ে গেছে।”
তাড়াশ উপজেলায় ৩১টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২৯টি চালু আছে। এই ক্লিনিকগুলো সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকে। সাধারণত তিন মাস পরপর ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না।
এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহমেদ জানান, “আমি খোঁজ নিয়ে দেখছি কোন কোন ক্লিনিকে কি সমস্যা আছে।” জেলা সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, “তাড়াশের দায়িত্বে থাকা ডা. এরফান আহমেদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।”
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প খরচে এবং সহজলভ্য চিকিৎসাসেবা প্রদান করতে এই ক্লিনিকগুলো স্থাপন করা হয়েছে। ওষুধ সংকটের কারণে সাধারণ মানুষ উপজেলায় গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য সময় ও অর্থের অপচয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট দ্রুত সমাধান না হলে গ্রামীণ স্বাস্থ্যসেবার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
সিরাজগঞ্জের এই সংকটের প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা

Share the post

Share the post‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে একটি ব্রিজের নিচ থেকে জাবেদ মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ‎ ‎নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার […]

জেলা প্রেসক্লাব নরসিংদীর জরুরি সভা অনুষ্ঠিত

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি :সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা এবং জেলার কর্মরত মূলধারার সাংবাদিকদের মাঝে অন্তদ্বন্ধ ও কলহ বিরাজ সহ বিভিন্ন ধরনের  উদ্ভুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে জেলা প্রেসক্লাব নরসিংদী উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সদর উপজেলার মোড়ে জেলা প্রেসক্লাব নরসিংদীর অস্থায়ী কার্যালয়ে সভাপতি শফিকুল […]