সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ধর্ম মানুষের মধ্যে আত্মার বন্ধন তৈরি করেছে..

অস্মিত চক্রবর্তী (চট্রগ্রাম প্রতিনিধি):ধর্মীয় নির্দেশনা মানুষকে জ্ঞানী, সৎ, পবিত্র, নৈতিক, মূল্যবোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। একজন প্রকৃত ধার্মিক কখনো অসৎ, দুর্নীতি পরায়ন, অসামাজিক বা অমানবিক হতে পারে না। ধর্মের অমিয় বাণী কেবল মাত্র মুখে আওড়ানোর জন্য নয়। তা অন্তরে ধারণ করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে। তবেই প্রকৃত ধার্মিকতা। ধর্মকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা কোন ধর্ম সমর্থন করে না। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে জেএমসেন হল প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ আইন কলেজ শাখার উদ্যোগে সার্বজনীন বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম আইন কলেজ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সনজয়ীতা দত্ত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, এডভোকেট চন্দন তালুকদার, সুমন দেবনাথ, সুজিত দাশ,প্রকাশ দাশ অসিত,বিমল কান্তি দে, এডভোকেট নিখিল কুমার, সুমন দাশ,বিশ্বজিত চৌধুরী, অলক কুমার এড. নিখিল কুমার নাথ, এড. নটু চৌধুরী, এড. টিপু শীল জয়দেব, অপরেশ দাশ,সাজু চৌধুরী, অসীক দত্ত, সুমন দাশ।আরো উপস্থিত ছিলেন বিটু মহুরী,টিসু দে,অস্মিত চক্রবর্তী,অলক সরকার প্রমুখ।