সারা দেশে শিক্ষার্থীদের মেস এ বাড়ি ভাড়ার দাবি করেন ছাত্র সমাজ
ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): বর্তমান বিশ্বে মহামারিতে লক ডাউন হয়ে আছে সারা বিশ্ব তার নিয়ম লক ডাউনে আছে বাংলাদেশ । এই মহামারিতে বিপদগ্রস্ত হয়ে পড়ছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ। অসহায় অবস্থায় পড়ছে সারা বাংলার স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা। তাদের মধ্যে কেউ করতো টিউশনি কেউ করতো পার্টটাইম জব সব বন্ধ হয়ে আছে লক ডানের কারনে। খেতে কষ্টকর হয়ে পড়ছে বর্তমান ছাত্র সমাজ।তাই সকল ছাত্রদের বাড়ি ভাড়া ও মেস ভাড়া মহকূফ করা হোক। এই উদ্যোগে রংপুরে একটি সংবাদ সম্মেলনে কেদ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আল মামুন বলেন এই মহামারি করোনা ভাইরাসের কারনে লক-ডাউনে অসহায় পড়ছে সকল ছাত্র তাই তাদের আয়ের কোনো উপায় নাই তাই সকল বাসার মালিক ও মেসের মালিক কে জোর দাবি করছেন বেতন মহকুফ করার জন্য। তাই আমি ও জোর দাবি করছি এই মহামারিতে অসহায় পড়ছে আমাদের মাতৃভূমি সন্দ্বীপের অনেব ভাই বোনেরা তাই তারা সন্দ্বীপ ও আসতে পারে না এবং কষ্টকর জীবন কাঁটায়। তাই সকল ভাই বোনদের মেস ভাড়া মহকূফ করার দাবি জানাচ্ছি