

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ এবং ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী ও মজুমদার খাল হতে ৯৫ বোতল ভারতীয় মদ আটক করে এবং মাদরা বিওপির আভিযানে শ্মশ্বান হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
এছাড়াও, তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী, বাহাদুর মোড় হতে ২ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। বৈকারী বিওপির আভিযানে বলদঘাটা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
মাদরা বিওপির আভিযানে চাঁন্দা হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির আভিযানে বলদঘাটা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে শ্মশান হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া ও কাদপুর হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বাকাল চেকপোস্ট এর আভিযানে শ্রীরামপুর হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।আটক পন্যের সর্বমোট মূল্য ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকা।