

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : খুলনা সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা কপোতাক্ষ হোটেলের সামনে রাব ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও প্রাইভেট কার সহ একজনকে আটক করেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা মেট্রো গ ২৪-১৪২৬ নাম্বারের প্রাইভেট কারে ৫৪৯ বোতল ফেন্সিডিল নিয়ে সাতক্ষীরার দেবহাটার চিনেডাঙ্গা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র ড্রাইভার মেহেদী হাসান তুহিন সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা কপোতাক্ষ হোটেলের সামনে পৌঁছালে সেখানে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ওত পেতে থাকা রাব ৬ খুলনা ডিএডি /পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের নেতৃত্বে প্রাইভেটকারটি আটকিয়ে তল্লাশি চালিয়ে উক্ত ফেনসিডিল গাড়ি সহ ড্রাইভার কে আটক করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । যার নং – ০৭ ।