সাতক্ষীরা তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতির সব সময় সফলতা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুর্নীতি জাতির জন্য অভিশাপ। দুর্নীতি প্রতিরোধে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর তৈরি করে নীতি নৈতিকতা শিক্ষার্থী সৎ ও যোগ্য সমাজব্যবস্থা গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপাশি সততা চর্চার বিষয়েও গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দুর্নীতির কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্তু ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমান, গুলশান আরা, সদস্য মো. সাইফুল্লাহ ও রুপা রানী পাল প্রমুখ।
তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তালা উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর: সম্ভাবনা না সংকট?

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ : পিআর নির্বাচন পদ্ধতি: কী, কেন ও কোন দেশে আছে এই ব্যবস্থা বাংলাদেশ একটি একক ও কেন্দ্রিক রাষ্ট্র (Unitary State), এখানে সমাজ কাঠামো তুলনামূলকভাবে অভিন্ন। ফলে PR পদ্ধতি আঞ্চলিকতা, ধর্মীয় মেরুকরণ, এবং বিদেশি প্রভাবিত গোষ্ঠীর উত্থান ঘটাতে পারে রাজনীতিতে দলীয় শৃঙ্খলা দুর্বল এবং নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন সবকিছুই কাঠামোগত দুর্বলতায় […]

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ এবং ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী ও মজুমদার খাল […]