

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা, কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ শে আগস্ট) বিকালে তালা শিল্পকলা একাডেমী চত্বরে আলোচনা সভায় ভিডিও কনফরেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য,তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সি.সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি,যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন পাড়, মহাসিন আলম,তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ। তালা উপজেলা সেচ্ছোসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ সহ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করে তালা উপ শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এবং সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।