

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : টানা বর্ষন আর উজান থেকে নেমে আসা পানিতে সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একাধিক গ্রাম প্লাবিত হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামীণ সড়ক, ক্ষেতের ফসল-বীজতলা, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলার জলাবদ্ধতা কবলিত তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন।
পরিদর্শনকালে তাঁর সাথে সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিমসহ এছাড়া স্থানীয় জামায়াত নেতবৃৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এরআগে এদিন সকালে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তেতুলিয়া ইউনিয়নের মহিলাকর্মী সমাবেশের আলোচনা সাভায় অংশগ্রহণ করেন।