সরকারি বিক্রয় নিষিদ্ধ চাউল জব্দ করেছে সিএমপি
চট্টগ্রাম প্রতিনিধি : সরকারি বিক্রয় নিষিদ্ধ চাউল জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝর্না পাড়া মুনমুন কমিউনিটি সেন্টারের গলির ভিতরে বিসিক গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায় গোডাউন টি ফারুক ট্রেডার্সের মালিক ফারুক সাহেবের । এসময় এখান থেকে সরকারি চাউলের ১৫ শত খালি বস্তু ও ২১ বস্তা সরকারি বিক্রয় নিষিদ্ধ চাউল উদ্ধার করা হয় । কর্মচারীরা বলেন এক সপ্তাহে ২০ হাজার চাউলের বস্তা এমন খালি করা হয়েছে । এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ওসি তদন্ত মোহাম্মদ জহির হোসেন উপস্থিত ছিলেন।