সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের জায়েদ খান।
রাতভর ভোট গণনার পর, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে, এফডিসিতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ইলিয়াস কাঞ্চনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর সভাপতি পদে ভোট পান ১৪৮টি। আর সাধারণ সম্পাদক পদে নিপুন পান ১৬৩ ভোট।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল এবং সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক।সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান। এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মামনুন ইমন।এর আগে শুক্রবার সকাল সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণণা। যা শেষ হয় রাত সাড়ে ৪টার দিকে।