সন্দ্বীপ পৌরসভার সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ।

Share the post

জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থায়ী-বাসিন্দা সাবেক পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।রবিবার (১৮ মে)প্রায় ১টায় পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহেদের বাতিজা ইমন, মামুনকে সজিব নামের ছেলেটি ফোন দিয়ে সেনেরহাট স্কুলগেইটে নিয়ে এসে ইমন ও মামুনকে স্কুল গেইটের সাথে বেঁধে পৌরসভার ১.লোহা বাবলু ২.সজিব ৩.হাসান ৪.মুন্না ৫.সাইফুল ৬.লোহা বেলাল৭.সুমন ৮. কাঠ মনি সহ ১৫জনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যাপক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের খবর পেয়ে ইমনের মা ঘটনাস্থলে ছুটে এসে থানায় মামলা করতে যেতে চাইলে তার মাকেও বাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুত্বর আহত হয়েছে ১.ইমন (১৮) ২.মামুন(১৬)৩.ঝঁণা বেগম(৪৫) ৪.শাহনাজ বেগম।স্থানীয় লোক থেকে জানা যায় যে, হামলা কারিরা পৌরসভার প্রভাবশালী নেতা মুক্তাদের মাওলা সেলিমের অনুসারি হওয়ায় মানুষ ভয়ে মুখ খুলতে চায় না।মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের উপর হামলার শঙ্খা থাকে। এই সম্পর্কে ইমনের চাচা সাবেক পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ বলেন ঃআমার ভাতিজাদের উপর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে।এরা সন্দ্বীপ পৌরসভার চিহ্নিত সন্ত্রাসী।আমরা থানায় অভিযোগ করেছি আশা করছি,সুষ্ঠু তদর্ন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় নিবে।এই হামলার সম্পর্কে সন্দ্বীপ থানার দায়িত্বপ্রাপ্ত এস. আই নাছির বলেনঃ-আমরা ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিপক্ষের কোন লোক কে দেখতে পাইনি।পরবর্তীতে তারা থানায় এসে একটি অভিযোগ দিয়েছে।সেই অভিযোগের ভিত্তিতে আমরা আগামিকাল তদর্ন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]