সন্দ্বীপ নদীসিকস্তি পূনর্বাসন সমিতির উত্তর অঞ্চলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ নদীসিকস্তি পূনর্বাসন সমিতির উত্তর অঞ্চলের ইফতার ও দোয়া ২৩/৪/২০২২ বিকেল পাঁচটায় আকবর হাটের রুস্তুম আলী মেম্বারের দোকানে অনুষ্ঠিত হয়। মাষ্টার মাহফুজ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অন্ধ হাফেজ মো আবদুল মান্নান। সভাপতিত্ব করেন কালাপানির সাবেক মেম্বার জনাব রুস্তুম আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন সন্দ্বীপ নদী নিকস্তি পূনর্বাসন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ কে এম হুমায়ুন কবির মাসুক চৌধুরী, মাস্টার আকবর হোসেন ও মোস্তফা হায়দার।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি থেকে আরো বক্তৃতা করেন জনাব শাহাদাত হোসেন মেম্বার, জনাব মাস্টার জয়নাল আবেদীন, মাষ্টার মিলাদ হোসেন। অনুষ্টানে বক্তারা সদ্য ঘটে যাওয়া নৌ দূঘটনার নিহতদের আত্বার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্দ্বীপের নৌ যোগাযোগে সরকার ও নৌ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনায় মাননীয় সাংসদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। সাথে সদ্য ঘটে যাওয়া দূর্ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার আহবান করা হয়। সন্দ্বীপে জেগে ওঠা চরে নদীসিকস্তি অঞ্চলের ভূমিগুলো কাগজপত্রওয়ালাদের হাতে পৌঁছে দিয়ে সরকারী রাজস্ব আদায়ের ব্যবস্থা করার আহবান জানান। অনুষ্ঠানে উত্তর অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি এবং সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মাওলা, অাবদুল হাই, শাহাদাত হোসেন মেম্বার, মো বাবর মেম্বার, মাস্টার মাহফুজুর রহমান, মাস্টার মিলাদ হোসেন, মাস্টার নুরুল ইসলাম,হাজী অহিদুর রহমান সওদাগর, মো জামশেদ মিয়া, মো মীর জসিম, হাফেজ আবদুল মান্নান,কারী শরীফ শাহাদাত হোসাইন, একেএম হুমায়ুন কবির মাসুক চৌধুরী, মাস্টারআকবর হোসেন, মাস্টার জয়নাল আবেদীন, হাজী নুর ইসলাম,মোবাশ্বের আহমদ, রাকিবুল হাসান, কেফায়েত উল্লাহ মাসুম, মাওলানা রুহুল আমীন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]