সন্দ্বীপ নদীসিকস্তি পূনর্বাসন সমিতির উত্তর অঞ্চলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ নদীসিকস্তি পূনর্বাসন সমিতির উত্তর অঞ্চলের ইফতার ও দোয়া ২৩/৪/২০২২ বিকেল পাঁচটায় আকবর হাটের রুস্তুম আলী মেম্বারের দোকানে অনুষ্ঠিত হয়। মাষ্টার মাহফুজ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অন্ধ হাফেজ মো আবদুল মান্নান। সভাপতিত্ব করেন কালাপানির সাবেক মেম্বার জনাব রুস্তুম আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন সন্দ্বীপ নদী নিকস্তি পূনর্বাসন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ কে এম হুমায়ুন কবির মাসুক চৌধুরী, মাস্টার আকবর হোসেন ও মোস্তফা হায়দার।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি থেকে আরো বক্তৃতা করেন জনাব শাহাদাত হোসেন মেম্বার, জনাব মাস্টার জয়নাল আবেদীন, মাষ্টার মিলাদ হোসেন। অনুষ্টানে বক্তারা সদ্য ঘটে যাওয়া নৌ দূঘটনার নিহতদের আত্বার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্দ্বীপের নৌ যোগাযোগে সরকার ও নৌ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনায় মাননীয় সাংসদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। সাথে সদ্য ঘটে যাওয়া দূর্ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার আহবান করা হয়। সন্দ্বীপে জেগে ওঠা চরে নদীসিকস্তি অঞ্চলের ভূমিগুলো কাগজপত্রওয়ালাদের হাতে পৌঁছে দিয়ে সরকারী রাজস্ব আদায়ের ব্যবস্থা করার আহবান জানান। অনুষ্ঠানে উত্তর অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি এবং সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মাওলা, অাবদুল হাই, শাহাদাত হোসেন মেম্বার, মো বাবর মেম্বার, মাস্টার মাহফুজুর রহমান, মাস্টার মিলাদ হোসেন, মাস্টার নুরুল ইসলাম,হাজী অহিদুর রহমান সওদাগর, মো জামশেদ মিয়া, মো মীর জসিম, হাফেজ আবদুল মান্নান,কারী শরীফ শাহাদাত হোসাইন, একেএম হুমায়ুন কবির মাসুক চৌধুরী, মাস্টারআকবর হোসেন, মাস্টার জয়নাল আবেদীন, হাজী নুর ইসলাম,মোবাশ্বের আহমদ, রাকিবুল হাসান, কেফায়েত উল্লাহ মাসুম, মাওলানা রুহুল আমীন প্রমুখ।