সন্দ্বীপে সময়ের প্রয়োজনে আপনজন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরন।
জামিলুর রহমান রনি(সন্দ্বীপ): “সময়ের প্রয়োজনে আমরাই আপনজন” সংগঠনের উদ্যোগে হারামিয়া ০৬ নং ওয়ার্ড প্রবাসী ও সন্দ্বীপের ভাইদের আর্থিক সহযোগিতায়, ১১০ টি পরিবারের মাঝে একদিনের উন্নত মানের বোজন সামগ্রি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এক দল সেচ্ছাসেবী কর্মী, স্থানীয় জাহিদ আনোয়ারের নেতৃত্বে, বোজন সামগ্রী বিতরণে উপস্থিত

ছিলেন,আফগান সমাজ জামে মসজিদের সভাপতি আবুল কাশেম,হারামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, জনাব আবু সুফিয়ান, আল ইয়াকিন জামে মসজিদের সভাপতি জনাব,আমিন রসুল হেলাল ও সহ সভাপতি, রকুনুল আবেদীন সহ এলাকার গন্যমান্য বর্গরা। এই ভালোসার উপহার টি পেয়ে অসহায় ও নির্ম আয়ের লোকেরা অনেক আনন্দিত,, এক পর্যায়ে এই সংগঠনের উদ্যোগতা, জাহিদ আনোয়ার বলেন,প্রবাসী ও বাংলাদেশী ভাইদের আন্তরিকতা ও সহযোগিতায় আমাদের এই মানবিক কাজ চলমান থাকবে।
