সন্দ্বীপে লকডাউনে বিয়ের আয়োজন কনের পক্ষকে জরিমানা
মোঃ ফায়েল খান,সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ করোনা ভাইরাস উর্ধগতির মধ্যে বিয়ের আয়োজন করায় এবং সরকারি আইন অমান্য করায় সন্দ্বীপ উপজেলা মুছাপুর মুন্সিপাড়াই এক বিয়ে বাড়িতে ৬০০ মানুষের উপস্থিতে এই অনুষ্ঠান হয়।এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে জরিমানা করেন।
সন্দ্বীপের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এ জরিমানা করেন। আদালত পরিচালনা পুলিশবাহিনীর লোকজন সহায়তা করেন।
নির্বাহী কর্মর্কতা মোহাম্মদ মামুন জানান কঠোর লকডাউনে বিয়ের আয়োজন করা সরকারি আইনকে অমান্য করে বিয়ের আয়োজন করায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়েছে।