সন্দ্বীপে বাড়ি বাড়ি খাদ্র সামগ্রী পৌছে দিচ্ছেন সন্দ্বীপে উপজেলা ছাএলীগের সভাপতি মাহাফুজুর রহমান সুমন
ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি ): করোনা ভাইরাস কে ভয় না পেয়ে মানুষের মন জয় করতে এগিয়ে আসছেন সন্দ্বীপ উপজেলা ছাএলীগের সংগ্রামী সভাপতি মাহাফুজুর রহমান সুমন। বর্তমান সারাবিশ্বে করোনা ভাইরাসের কারণে লক ডাউন চালু করেন সবদেশের সরকার ।তার নিয়ম অনুসারে বাংলাদেশকে করোনা মুক্ত ও জনগনকে নিরাপদে রাখতে লক ডাউন ঘোষনা করেন বাংলাদেশের প্রধান মন্ত্রী জননৈএী শেখ হাসিনা । তার মতে লক ডাউনে আছে চচট্রগ্রামের সন্দ্বীপ ।এই লক ডাউনের কারনে অসহায় হয়ে পড়ছে সন্দ্বীপের চার লাখের অধিক জনগন। যাদের সকল ধরনের আয়ের পথ বন্ধ এবং তাদের পরিবার চলতে হয়ে পড়ছে কষ্টকর ঠিক সেই সময়ে তাদের পাশে দাঁড়ান চট্রগ্রাম (৩) সন্দ্বীপের সফল সংসদসদস্য আলহ্বাজ জ্বনাব মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয় । এম পি মহোদয়ের পক্ষ থেকে সাধারন জনগনের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌচে দিচ্ছেন সন্দ্বীপ উপজেলা ছাএলীগের সংগ্রামী সভাপতি ও বর্তমান সন্দ্বীপের তরুণ প্রজন্মের আইডল মাহাফুজুর রহমান সুমন। ধন্যবাদ সন্দ্বীপ উপজেলা ছাএলীগের সভাপতি মাহাফুজুর রহমান সুমন ভাইকে ঝড়-বৃষ্টি না মেনে করোনা ভাইরাসকে ভয় না ফেয়ে মানুষের মন জয় করার জন্য।