সন্দ্বীপে এ পর্যন্ত হোমকোয়ারেন্টাইনে ছিলো ৭৭ জন ,মুক্ত হয়েছে ১৪ জন ৬৩ জন কোয়ারেন্টাইনে আছে
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ এখনো করোনা রুগী মুক্ত এবং এ পর্যন্ত বিদেশ ফেরত ৭৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল তার মধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে কোয়ারেন্টাইনে মুক্ত হয়েছেন। বাকি ৬৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন এবং আমাদের প্রশাসনিক এবং মোবাইল মনিটরিং -এ রয়েছে। তার মধ্যে প্রততিদিন ৪/৫ জন করে ১৪ দিন অতিবাহিত হওয়ার কারনে কোয়ারেন্টাইনে মুক্ত হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ ফজলুল করিম। তিনি ারো বলেন হোম কোয়ারেন্টাইন দুই প্রকার প্রথমত স্বেচ্ছায় দ্বিতীয়ত বাধ্যতামূলক বা প্রশাসনিক। এ পর্যস্ত কোয়ারেন্টাইনে থাকা ৭৭ জনের কারোও করোনা পজেটিভ নেই তাই আমরা শংকামুক্ত হলেও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের বা আইসিডিআর এর ঘোষনা অনুযায়ী প্রাথমিক ভাবে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হওয়ার বিষয়টি শংকাজনক তবে আমরা আশাবাদী আমাদের এ সন্দ্বীপে কমিউনিটি ট্রান্সমিশন জোড়ালো হবে না। হোম কোয়ারেন্টাইন ব্যতীত প্রশাসনিক ভাবে রোগী সনাক্ত হলে সন্দ্বীপে কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে তিনি জানান ২০ শর্ষা হসপিটালে ৫ টি আইসোলেশন বেড রয়েছে। আমরা কোন রোগী পেলে তাদের সেখানে রাখবো। এ ব্যাপারে এমন সম্ভবনা বা কারো কোন লক্ষণ দেখা দিলে আমাদের কন্ট্রোল রুম বা স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করতে হবে। এবং সরকারি লক ভাউন মেনে চলা ও নৌ ঘাট দিয়ে যাএী প্রবেশ ব্যাপারে একেবারে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেন। তাহলে সন্দ্বীপ বাসী করোনা মুক্ত থাকতে পারে