সন্দ্বীপের মগধরা ইউনিয়নে ২২০০ অসহায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিলেন মানবিক চেয়ারম্যান এস.এম আনোয়ার।
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): করোনা ভাইরাস সংক্রামণ থেকে রেহাই পেতে ও সরকারি নির্দেশনা মেনে যার যার ঘরে থাকা নিশ্চিত করতে পবিত্র রমজানে অসহায়, কর্মহীন মানুষ গুলো যাতে ইফতার নিয়ে দুচিন্তায় না থাকে তার জন্য ব্যাক্তিগত উদ্যোগে মঘধরা ইউনিয়নে ২২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতারণ শুরু করেন এস.এম আনোয়ার চেয়ারম্যান।আজ শনিবার (২৫)এপ্রিল সকাল ১০টায় পিকআপের মাধ্যমে বিতারণ কার্যক্রম উদ্ধোধন করেন মানবিক এস.এম আনোয়ার।এই সময় আরো উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এসব ইফতার সামগ্রী ইউনিয়নে পর্যাক্রমে বিতারণ হচ্ছে।এই সম্পর্কে মানবিক ইউপি চেয়ারম্যান এস.এম আনোয়ার বলেনঃ-আমি অতীতের ন্যায় এবারও এলাকার বাসীর মাঝে ইফতার সামগ্রী দিচ্ছি তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক, করোনা ভাইরাস সংক্রমনের এই মগধরা ইউনিয়নে কেই যেন ইফতারের অভুক্ত না থাকে তার জন্য এবার তিনগুণ বেশি বিতারণ করছি।ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে,২কেজি ছোলা,২কেজি চিনি,১কেজি তেল,১কেজি মুড়ি, ৩কেজি আলু,২কেজি খেজুর সহ মোট ৯ প্রকারের সামগ্রী।উল্লেখ যে,এর আগেও তিনি অত্র ইউনিয়নে করোনা পরিস্থিতিতে লক-ডাউন হওয়া কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেছেন।