সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর করোনা আক্রান্তে সন্দেহে আরেক বাড়ি লক-ডাউন।
জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর করোনা আক্রান্তে সন্দেহে আরেক বাড়ি লক-ডাউন করেছে স্থানীয় পুলিশ ক্যাম্প।জানা যায় মঙ্গলবার বিকাল ৫টায় খবর পেয়ে অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসীন্দা মোঃ রিটনের বাড়ি লক-ডাউন তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ ক্যাম্পের এ এস আই ধনতোষ ত্রিপুরা।এলাকাবাসীর সূত্রে জানা যায়,রিটনের ছেলে রিদয়ান(১৮) ঢাকার নারায়ণগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।নারায়ণগঞ্জের করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থা সৃষ্টি দেখে সেখান থেকে চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে লাল বোট দিয়ে রাতে তার এক বন্ধু সহ মোট তিনজন উড়িরচরে আসেন।তাদের এলাকায় প্রবেশের খবরে এলাকাবাসীর মধ্যে মুহূর্তে আতঙ্ক সৃষ্টি হলো এলাকাবাসী স্থানীয় পুলিশ ক্যাম্পকে বিষয়টি অবগত করলে, মঙ্গলবার বিকাল ৫টায় তাদের বাড়ি লক-ডাউন করেন প্রশাসন।এই নিয়ে উড়িরচর ইউনিয়নে দুইটি বাড়ি লক-ডাউন করা হলো।এই সম্পর্কে স্থানীয় পুলিশ ক্যাম্পের এ এসআই ধনতোষ ত্রিপুরা বলেনঃ গত রাতে গোপনে রিটনের ছেলে রিদয়ান ও তার এক বন্ধু লাল বোট ভাড়া করে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উড়িরচর আসেন।খবর পেয়ে আমরা রিটনের বাড়িটি লক ডাউন করে দিয়েছি।আমরা আপনাদের মাধ্যমে আবারও ঘাট মালিকদের সাবধান করতে চাই, আপনারা গোপনে বা ওপেনে কোনো যাত্রী পারাপার করলে তার পরিনাম হবে ভয়াবহ।উড়িরচরবাসীকে আবারও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করছি।