সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে আমাদের রাজপথে নামতে হচ্ছে- নাহিদ

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে আমাদের এখন রাজপথে নামতে হচ্ছে, আমরা সংগঠিত হচ্ছি। আমরা আপনাদের দাবি আদায় করে ছাড়বো জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন। বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
শহরের পৌরসভার সম্মুখে স্বাধীনতা চত্বরে নরসিংদী জেলা নাগরিক পার্টি আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে নেমে আসতে পাবলিক-ছাত্র কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই পাবলিক শার্ট ডাউন কর্মসুচিতে সম্মতি জানিয়ে এই নরসিংদীর ছাত্র-জনতা নেমে এসেছিল। ১৮ জুলাই আমরা জানি নরসিংদীতে আমার ভাই এই নরসিংদীর কৃতিসন্তান তাহমিদ শহীদ হয়েছিলেন। ১৫ বছর বয়সী দশম শ্রেনীর ছাত্র তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেদিন আরও শহীদ হয়েছিল আমার ভাই ইমন। এই নরসিংদীর আরেক ভাই ইকবাল শহীদ হয়েছে। সেই তাহমিদ কে আজ স্বরণ করছি। আমরা আমাদের ২২ জন নরসিংদীর শহীদকে শ্রদ্ধাভরে স্বরণ করছি। এই বিপ্লবে নরসিংদীর ছাত্র-জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য।
তিনি আরও বলেন, ১ বছর পরও আমরা দেশব্যাপী জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি নানা ষড়যন্ত্র করা হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নেওয়া হয়নি। নতুন সংবিধান প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্ট রাস্ট্রপতি চুপ্পুকেও অপসারণ করতে দেওয়া হয়নি। আমরা কিন্তু একটুও নড়ি নাই। দাবি থেকে সরে আসি নাই। আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকেই আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। নরসিংদীতে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী রয়েছে। আমরা তাদেরকে বিতারিত করতে চাই। তাই আপনারা নাগরিক পার্টিকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে। সারাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে। যেভাবে জনতা জেগে ওঠেছে। নানা হামলা, বাঁধা দেওয়া সত্ত্বেও আপনাদের জন্য এই বিপ্লবী ছাত্র-জনতা সাধারণ মানুষের জন্য এই পদযাত্রা সফল করতে পেরেছি। ইনশাল্লাহ আগামী সংসদে আগামীর নতুন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে।
এছাড়াও এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এড. শিরিন আক্তার শেলী, আব্দুল্লাহিল মামুল নিলয়, আব্দুল্লাহ আল ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক পার্টির নরসিংদীতে পদযাত্রা দিনব্যাপী কর্মসূচি পালনের মধ্যে ছিল দুপুরে নরসিংদী শহরস্থ বাসাইল এলাকায় নরসিংদী ক্লাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং বিকেল সাড়ে ৪ টায় জেলখানার মোড়ে তাহমিদ চত্বর থেকে পদযাত্রা শুরু করে সভাস্থলে এসে শেষ হয়।
অপরদিকে একই দিনে একই সময় শহরের সাটিরপাড়ার শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে ২২ শহীদকে হত্যার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নরসিংদী জেলা বিএনপির সহযোগী সংগঠনের ডাকে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পাশাপাশি দুই রাজনৈতিক দলের অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শহর জুড়ে টান টান উত্তেজনা দেখা দেয়। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ পুরো শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]