শুভ জন্মাষ্টমি উপলক্ষে সিরাজগঞ্জ বিএনপি নেতা টুকুর আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জন্মাষ্টমি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ।সিরাজগঞ্জ, ১৬ আগস্ট ২০২৫: শনিবার সকালে সিরাজগঞ্জে জন্মাষ্টমি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।সকাল থেকেই সিরাজগঞ্জ শহরে জন্মাষ্টমি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন মন্দির থেকে ভক্তদের সমাবেশে শহরটি উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং এতে শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ধর্মীয় উৎসবগুলো আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এগুলো আমাদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা করে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময়ই সকল ধর্মের মানুষের পাশে রয়েছে এবং থাকবে।’
বিশেষ অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায় বরাবরই শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। এই ধরনের অনুষ্ঠানগুলি আমাদের সমাজের সকল স্তরে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বাড়ায়।’
অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় এক ভক্ত বলেন, ‘আজকের অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি আমাদের অধিকতর উজ্জীবিত করেছে।’
এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সমাজে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, রাজনৈতিক নেতাদের এই ধরনের অনুষ্ঠানে উপস্থিতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করে।
এই বছরের জন্মাষ্টমি উদযাপন উপলক্ষে, সিরাজগঞ্জের বিভিন্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও পূজার আয়োজন করা হয়েছে। ভক্তরা মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেন এবং প্রসাদ গ্রহণ করেন।
ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানগুলি আরও ব্যাপকভাবে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

Share the post

Share the postমো: শাকিল শেখ ,সাভার(ঢাকা) : গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় […]

মান্দায় শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : শত্রুতার জের ধরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মোছাঃ শরিফা (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ মেহেদী হাসান টগর (৩৫) বিরুদ্ধে। রবিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে নশরতুল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোছাঃ শরিফা মোঃ রাশেদ খামারুরের স্ত্রী। স্থানীয়রা শরিফাকে উদ্ধার করে মান্দা […]