শিল্পকলা একাডেমিতে রঙিন বসন্ত মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী মেমসাহেব আয়োজিত নারী উদ্যোক্তা মেলা।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে উদ্যোক্তাদের আয়োজনে পাঁচদিনব্যাপী রঙিন বসন্ত মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘অর্থনীতিকে শক্তিশালী করতে চাইলে উদ্যোক্তা তৈরির কোন বিকল্প নেই। ক্ষুদ্র মাঝারী শিল্প উদ্যোক্তাদের সহায়তায় সরকার অত্যন্ত আন্তরিক। নারী উদ্যোক্তাদের সহায়তায় প্রশাসন সব রকম সহযোগিতা করবে।’

মেলা পরিদর্শন করেন বিশেষ অতিথি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি এস এম আবু তৈয়ব। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই হল নারী। তারা সবাই যদি এমনভাবে এগিয়ে এসে ক্ষুদ্র ও মাঝারী শিল্প গড়ে তোলে তবেই দেশ এগিয়ে যাবে দেশ। মূলত অনলাইনে বিক্রি করা সব উদ্যোক্তাদের পণ্য সরাসরি দেখে যাচাই বাছাই করে কিনতে এ মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন মেমসাহেব। ’

আয়োজক মেমসাহেবের কর্ণধার নারী উদ্যেক্তা ফারিহা ইসলাম সুমাইয়া বলেন, ‘এসব নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারকে সহজ শর্তে সরকারি ও বেসরকারি ঋণের ব্যবস্থা করতে হবে। তবেই এসব উদ্যোক্তারা আরো বৃহৎ আকারে কাজ করার সুযোগ পাবে। সৃষ্টি হবে কর্মসংস্থান। তিনি আরো বলেন, যারা অনলাইনে পণ্য ক্রয় করেন তারা অনেকেই হয়ত পণ্যের সঠিক মানের ব্যাপারে নিশ্চিত হতে পারেন না । তবে মেলায় সরাসরি পণ্য দেখার ফলে ক্রেতারাও এখন সন্তুষ্ট।

মেলায় ক্রেতাদের সামনে তাদের তৈরি পণ্য নিয়ে ১৮ টি স্টলে হাজির হয়েছেন ৩০ জন নারী উদ্যোক্তা। এতে যেমন উপকৃত হচ্ছেন নারী উদ্যোক্তারা তেমনি এক ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। ’

প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এ মেলা। মেলা শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেমসাহেব সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ নাঈমুল ইসলাম চৌধুরী, তরুণ উদ্যোক্তা সাজিদ হক প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]