শিক্ষার আলো ছড়িয়ে দিতে রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ
আদিব রহমান রাহাত(টাঙ্গাইল প্রতিনিধি): শিক্ষাই জাতির মেরুদণ্ড।সমাজের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথে নিয়ে আসা জাতির অন্যতম প্রধান লক্ষ্য।যার পরিপূর্ণ নিয়ামক হচ্ছে শিক্ষা।আর এই শিক্ষার আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এ বছরও রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত হলোঃ “শিক্ষা সামগ্রী বিতরণ উৎসব ২০২০”। এ আয়োজনের অংশ হিসেবে গত ২৫শে ফেব্রুয়ারী, ২০২০ইং টাঙ্গাইল জেলার সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে অবস্থিত ৪২নং বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব টাঙ্গাইল এর সম্মানিত সভাপতি রোটারিয়ান আব্দুল মোত্তালিব। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন ও সাথে ক্লাবের সদস্যরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ক্লাবের সকল সদস্যবৃন্দ ভবিষ্যতে এধরণের সমাজসেবামূলক কাজে অংশগ্রহন করতে ইচ্ছুক।