শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় UniBrains of KOCHUGARI-এর ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি : পাবনা জেলার চাটমোহর উপজেলার কচুগাড়ী গ্রামে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘UniBrains of KOCHUGARI’ এ প্রোগ্রামের আয়োজন করে।
কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রজনী আফরোজ বর্ণার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক এস. এম. মনিরুজ্জামান আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামরুল ইসলাম, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী মো. নিবির আহমেদ হাসু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এইচ. এম. মিকাঈল এবং উত্তরা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী নাজমুন নাফিস।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনিরুজ্জামান আকাশ বলেন, “আসলে শিক্ষিত যুবসমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। আজকের প্রোগ্রামের আয়োজকরা এক মহৎ উদ্যোগ নিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। আশা করি, আয়োজকবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আহনাফ আবিদ অয়ন, নর্দান ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থী মো. কাওছার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রজনী আফরোজ বর্ণা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসানসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন শহিদ বুলবুল কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন সহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনার দরজাগুলো উন্মুক্ত করা। এই সফল আয়োজন প্রমাণ করবে—সুযোগ দিলে প্রতিভা শুধু উঠে আসে না, নেতৃত্বেও দাঁড়ায়। আমরা আশা করি, এই উদ্যোগ কচুগাড়ী থেকে শুরু হলেও—এর প্রভাব ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে, এমনকি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”
প্রোগ্রামটিতে স্থানীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]