শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ।

Share the post

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল ৮টা ২৪ মিনিটে শুরু হয় দশমীবিহিত পূজা। পূজা শেষে সিঁদুর দান ও দর্পণ বিসর্জন দেওয়া হবে।এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ছাড়াও সুবিধামতো সময়ে দেওয়া হবে প্রতিমা বিসর্জন। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও বিজয়া শোভাযাত্রা হচ্ছে না।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, মহিষাসুর বধ করার মধ্য দিয়ে আজ বিজয়ী হয়েছেন দুর্গা মা। সে কারণেই আজ আমাদের আনন্দের দিন, আমরা উৎসব করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই।সব মণ্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেয়া হয়েছে। দেবী বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

মহামারীর কারণে এবারো বিজয়া দশমীর শোভাযাত্রা হচ্ছে না। শুক্রবার তিনটা থেকে রাজধানীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন হয়েছে।কিশোর রঞ্জন মণ্ডল নামে একজন জানান, আজ শুক্রবার জুমার নামাজের কথা বিবেচনায় রেখে আমরা নামাজের পর বেলা ৩টায় নিরঞ্জনের সময় নির্ধারণ করেছি, যাতে কোনো অপ্রীতির ঘটনা না ঘটে।

কিশোর রঞ্জন বলেন, প্রতিমা নিরঞ্জন শেষে মন্দিরে শান্তির জল নিয়ে আসা হবে; সন্ধ্যায় মণ্ডপে হবে আশির্বাদ প্রদান। এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় ৫ দিনের দুর্গোৎসব। প্রতিদিনই মন্দির-মণ্ডপে দেখা যায় দর্শনার্থীর ভিড়। ভক্তরা বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে পূজা, প্রতিমা দর্শন ও প্রার্থনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]

মাগুরা শ্রীপুরের শিশু আছিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া মাঠপাড়া গ্রামের নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মাগুরা জেলার বিভিন্ন মসজিদে শিশু আছিয়ার সুস্থতা কামনায় দোয়া করার নির্দেশনা জারি করা হয়। বুধবার উপজেলা প্রশাসন ও ইসলামিক […]