শতকরা ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য দাঁড়িয়ে আছে: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। যে যতোই ষড়যন্ত্র করুক না কেন, যতই চক্রান্ত করুক, শতকরা ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। কোন চক্রান্ত ষড়যন্ত্র কাজে আসবে না। আমরা আশ্বাস দিচ্ছি, মানুষের জান-মালের নিরাপত্তা ও হেফাজত নিশ্চিত করব।

সোমবার (২৪ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১১ ওয়ার্ড শাখার আয়োজনে নতুনহাট সেরাজ মন্ডলের টোলা এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক এমপি হারুনুর রশীদ আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে, আমরা অফিস আদালতে ঘুষ দুর্নীতি আমরা বন্ধ করতে চাই৷ অন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাব, আমাদের মধ্যে ভিন্ন মত ভিন্ন পথ থাকুক, কিন্তু আমরা কোন হানাহানি সংঘাতে যাব না। আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে যাব না।  রাজনৈতিক দল হিসেবে প্রতিযোগিতায় লিপ্ত হব, প্রতিদ্বন্দিতা করব কিন্তু কোন হিংসা বিদ্বেষ হানাহানিতে যাবনা।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, বিগত জালিম সরকার জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটক করে রেখেছিল। তাকে চিকিৎসা পর্যন্ত করার সুযোগ দেয়া হয়নি। অথচ আল্লাহর ফয়সালা দেখুন, অত্যন্ত মর্যাদার সাথে এখন তিনি লন্ডনে চিকিৎসা করতে গেছেন। বর্তমানে তিনি তার পরিবারের সঙ্গে রয়েছেন। আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন, এমনকি কারো সহযোগিতা ছাড়া নিজে নিজে চলাফেরা করতে পারছেন। উল্টোদিকে, যে হাসিনা বাংলাদেশে একটি জুলুমের রাজত্ব কায়েম করেছিল, আজকে তার কোন চিহ্ন পর্যন্ত নাই। এমনকি তার অনুসারীরা পর্যন্ত পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করব, আমরা অন্যায় করব না, অন্যায় সহ্যও করব না। আমরা চেষ্টা করব সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার৷ সমাজে দল-মত ভিন্ন মত থাকবেই, জামাত থাকবে আওয়ামী লীগ থাকবে। যার যার মতো যার যার দল তারা নিজেদের মতো করে করবে। জনগণ যাকে গ্রহণ করবে মেনে নিবে, সেটি মেনে নেয়া আমাদের জন্য উত্তম।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চেয়ে বিএনপি নেতা হারুন বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য ছিল  আশীর্বাদ, বাংলাদেশের জন্য আল্লাহর নিয়ামত। তার মতো শাসক বাংলাদেশে আর আসবে কিনা তা আমরা জানিনা। তিনি বাংলাদেশকে যে চলার পথ দেখিয়ে গেছেন, তিনি আমাদের যে দর্শন দিয়ে গেছেন নেতৃত্ব দেখিয়ে গেছেন, যারা বিএনপি করি তারা যেন তা অনুসরণ করতে পারি। সকল নেতাকর্মীদের এটি অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা কথায় কথায় বেগম খালেদা জিয়াকে চোর দুর্নীতিবাজ বলে যা তা কুৎসা রচনা করত। তাকে সমস্ত মানুষ থেকে বিচ্ছিন্ন করে জেলখানায় বন্দি করে রেখেছে, এরপরেও তিনি সবসময়ই নেতাকর্মীদের নিয়েই কথা বলেছেন, হাসিনার বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। এটাই হচ্ছে আমাদের নেত্রীর অন্যতম চরিত্রের বৈশিষ্ট্য।

দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক, সাইদুর রহমান, মইদুল ইসলাম, সদর উপজেলার কৃষকদলের সদস্য সচিব তাসেম আলী, ব্যবসায়ী মঞ্জুর আলী, ব্যবসায়ী ফারুক হোসেনসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তিন ইউনিয়নের জনসাধারণ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলাতুলী, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের […]

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ […]