লালপুরে গবাদিপশুর খাদ্য সংকট চাহিদা মেটাতে জমির কাঁচা ধান কেটে বিক্রয় করছে কৃষক

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অতিবৃষ্টির কারনে গোচরণ ভূমি ও কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়া গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। অধিক দামে খড় কিনে গবাদিপশুর খাবারের চাহিদা মেটাতে গিয়ে বিপাকে পরেছেন এই অঞ্চলের চাষী ও খামারীরা। খাবারের চাহিদা মেটাতে জমির কাঁচা ধান কেটে বিক্রয় করছেন কৃষকরা। সোমবার (১২ অক্টোবর) সকালে দেখা যায় বাজারে ধানের চেয়ে গবাদিপশুর খাবার খড়ের দাম বেশি হওয়ায় ও খাবারের সংকট মিটাতে উপজেলার ওয়ালিয়া বাজারে একজন কৃষককে জমির তরতাজা কাঁচা ধান কেটে আটি করে বিক্রয় করছেন। স্থানীয় খামারীরা বলছেন,‘এবার দফায় দফায় অতিবৃষ্টিার কারনে গোচরণ ভূমি ও মাঠের সকল জমিতে পানি জমে থাকায় ঘাস, লতা-পাতা নষ্ট হয়ে গেছে। এতে দেখা দিয়েছে গবাদিপশুর খাবারের অভাব। বাজারে শুখনো খড়ের দামও বেড়েছে আকাশ চুম্বি। তারা আরো জানায়,‘যে খড়ের আটি কিছু দিন আগেও ছিলো ২-৩ টাকা এখন সেই খড় কিনতে হচ্ছে প্রতি আটি ১১টাকা।

এছাড়াও লবন, ভূসি, আটা ও খৈল তো আছেই। এতে খামারীরা পড়েছে চরম বিপাকে তাই বাধ্য হয়ে গবাদিপশুকে বাঁচাতে আর কিছু দিন পরেই যে ধান কৃষক ঘরে তুলতো এখন অনেক কৃষকই সেই জমির কাঁচা ধান কেটে গবাদিপশুকে খাওয়াচ্ছেন।’ স্থানীয় কৃষক নাজমুল হক ও হাসিবুল ইসলাম জানান, ‘এখনো এক থেকে দের মাস পরে উঠতে শুরু করবে রোপা আমন ধান কিন্তু এখন মাঠে গবাদিপশুর খাবার পাওয়া যাচ্ছেনা। বাজারে খড়ের যে দাম তাতে খাবার কিনে গরু পালার উপায় নেই।’ কাঁচা ধান গাছ বিক্রেতা শহিদুল ইসলাম জানান,‘বাজারে গবাদিপশুর খাবারের ব্যাপক চাহিদা। তাই ধানের চেয়ে জমির কাঁচা ধান গাছের বেশি দাম হওয়ায় তিনি জমির কাঁচা ধান গাছ কেটে গবাদিপশুর খাবার হিসেবে বিক্রয় করছেন।’ ওয়ালিয়া বাজারের খর বিক্রেতা নিতাই জানান, ‘আগে খড়ের দাম কম ছিলো তাই কম দামে (২-৩ টাকা আটি) খড় বিক্রয় করেছেন। কিন্তু এখন খড়ই পাওয়া যাচ্ছে না তাই বেশি দামে কিনে ছোট আটি ৮ টাকা আর বড় আটি ১১ টাকায় বিক্রয় করছেন।’ লালপুর উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম গবাদিপশুর খাদ্য সংকটের কথা স্বিকার করে জানান, ‘লালপুর উপজেলায় ছোট-বড় প্রায় ৭৭৬ টি গবাদিপশুর খামার রয়েছে।এবছর অতিবৃষ্টির কারনে খামারের গবাদিপশুর খাবার না থাকায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন চাষী ও খামারীরা।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন […]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত […]