লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, তবুও চালু রয়েছে হাসপাতাল!
মুহাম্মদ রনি চ্যানেল ২১ নিউজ, মিরপুর:রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল, বিএমআই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, বর্তমানে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। হাসপাতালটি মিরপুর ১ এর দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদীর অপর পাশে, সাভার উপজেলার আওতাধীন কাউন্দিয়া ইউনিয়নে অবস্থিত। স্থানীয়দের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত হলেও, প্রশাসনিক দিক থেকে হাসপাতালটি বর্তমানে প্রশ্নবিদ্ধ।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সামনে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের নাম তালিকাভুক্ত করা থাকলেও বাস্তবে সেখানে কোনো নিবন্ধিত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিতভাবে সেবা প্রদান করছেন না। অথচ এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এলাকার প্রায় ৫ লক্ষাধিক মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে দেওয়া লাইসেন্স অনুসারে হাসপাতালটির মেয়াদ ৩০ জুন ২০২৪ পর্যন্ত ছিল। বর্তমানে সেটি মেয়াদোত্তীর্ণ, তবুও তা নবায়ন না করেই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ক্যাটাগরির বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম চালিয়ে যাওয়াও সম্পূর্ণরূপে আইন বহির্ভূত। লাইসেন্স অনুযায়ী, এই প্রতিষ্ঠানে রক্ত সঞ্চালন (Blood Transfusion) কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের কার্যক্রমও এখানে মাঝে মাঝে হয়ে থাকে।
এলাকাবাসীর অনেকে অভিযোগ করেছেন, “আমাদের এখানে সরকারি হাসপাতালের সেবা সীমিত। এই হাসপাতালেই নির্ভর করি। কিন্তু ভেতরের অবস্থা জানলে ভয়ই লাগে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনসাধারণের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনতিবিলম্বে এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।