রাসেল দেওয়ানের চাচার উপর হামলা
মিনহাজ বাঙালী: গত কাল দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের সময় সিলেট বিভাগ মৌলভিবাজার ০১নং রহিমপুর এলাকার ইউ পি সদস্য জনাব সালাম (মেম্বার) যখন রাস্তায় তার ব্যক্তিগত কাজে বের হয় তখন হঠাৎ করে তার উপর অমানবিক ভাবে হামলা করে এক দল অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী।এরি সাথে তাকে গুলি, চুরির, রাম দা দিয়ে আঘাত করে পালিয়ে যাই সন্ত্রাসীরা। এবং এই ঘটনার আহত সালাম এর ভাতিজা রাসেল দেওয়ান সাংবাদিকদের জানান যে জনাব সালামের উপর হামলাটি ছিল পুরো একটি পরিকল্পীত এবং উক্ত আহত সালাম (মেম্বার) কে আহত অবস্থায় যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মৌলভিবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। তার উপর এই হামলার ও হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আবেদন জানায় তার পরিবার।