রামুতে সম্প্রতির মেলা শুরু আজ।

Share the post

ইমতিয়াজ মাহমুদ ইমন(কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজারের রামুতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মূলপর্ব অনিত্য ও স্মৃতিচারণসভা শুরু হবে। এ উপলক্ষে ৮ দিনব্যাপী সম্প্রীতির মেলা শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ২৯ ফেব্রুয়ারি। অনুষ্ঠানের মূলপর্বের কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রয়াত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের শবদেহ নিয়ে র‌্যালী সহকারে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে শুভযাত্রা, বিকাল ৩ টায় উদযাপন

পরিষদের সদস্যদের ব্যাজ প্রদান। সাড়ে ৩ টায় উদ্বোধনী সভা। সভায় আশীর্বাদক থাকবেন, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মরত্ম মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। উদ্বোধক থাকবেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ চৌধুরী, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইহ্লা চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়–য়া, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল বড়–য়া, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মো. নুরুল ইসলাম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শিল্পপতি দয়াল বড়–য়া, এড. দীপঙ্কর বড়–য়া পিন্টু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবুল শর্মা, চট্টগ্রামের ডা. বিদ্যুৎ বড়–য়া, উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের প্রদীপ কুমার বড়–য়া। স্বাগত বক্তব্য রাখবেন উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়–য়া। সভায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আলেম সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭ টায় উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের নিবার্ণ সুখ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রত্ম মহাথের জানান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালী, মিয়ানমার, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্র থেকে অনেক বৌদ্ধ ভিক্ষু রামুতে অবস্থান করছেন। দেশ-বিদেশের হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু, সর্বস্তরের জনগণ প্রয়াত ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেবেন। উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু জানান, অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া বিলে ৪০ একর জায়গা জুড়ে সম্প্রীতির মেলার আয়োজন করা হয়েছে। ৮ দিনব্যাপী এ মেলার শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। সম্প্রীতি মেলার গত চার দিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মূল পর্বের জন্য বিশাল আকারে সভার প্যান্ডেল, খাবার প্যান্ডেল, মঞ্চ নির্মাণ, আলং স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্প্রীতি মেলায় প্রতিদিন সার্কাস, মুত্যুকুপ, ওয়াটাররেস, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদন এবং দেশী-বিদেশী পণ্যের দু’শতাধিক স্টলে শিশু, কিশোর, নারী, পুরুষ দিনদিন প্রচুর ভিড় করছে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রয়েছে। অনুষ্ঠানের সমাপনি পর্যন্ত শান্তিপুর্ণ ও সফলতার সাথে সমাপ্ত করতে আয়োজকরা প্রশাসনসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কক্সবাজারে মাটির নিচে কমছে খাবার পানি: দুর্দশায় জীবন পার করছেন হাজার হাজার পরিবার

Share the post

Share the postনুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি  পানি নেই, মাটির নিচে পানি নেই। ৪শ ফুট গভীর নলকূপ থেকেও পানি উঠছে না। যার ফলে ভোগান্তিতে পড়েছেন  কক্সবাজারবাসী। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে প্রাকৃতিক পরিবেশে ও ইকোসিস্টেমের ওপর প্রভাব পড়তে পারে চরমভাবে।গ্রীষ্মকালে এ পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। এছাড়া ই-কোলাই ভাইরাস বৃদ্ধি পেয়ে পানিবাহিত রোগ বাড়তে পারে বলে উদ্বেগ […]

আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ডে

Share the post

Share the post নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি :মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজির করা হয়। তার সঙ্গে আরও পাঁচ সহযোগী ছিলেন। বিচারক তাদের ছয়জনের প্রত্যেকের ১০ […]