রাবি মেডিকেল সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান 

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীদের জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান করা হয়েছে। এর আওতায় ৩ আসন বিশিষ্ট ১৩ সেট চেয়ার প্রদান করা হয়েছে, যার মাধ্যমে একসঙ্গে বসতে পারবেন ৩৯ জন শিক্ষার্থী।মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মেডিকেল সেন্টারের কাছে এসব চেয়ার হস্তান্তর করেন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি দল।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক  ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন অনেক শিক্ষার্থী সেবা নিতে আসে। এখানে শিক্ষার্থীদের বসার জায়গার সংকট ছিল। এখন এই চেয়ারগুলো বসানোর মাধ্যমে শিক্ষার্থীরা অপেক্ষার সময় আরামদায়ক ভাবে বসতে পারবে। আমরা ইবনে সিনা ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
ইবনে সিনা রাজশাহী শাখার ইনচার্জ সায়েদুর রহমান সাঈদ বলেন, ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে আমরা অনেক করপোরেট কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায়  বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ৩৯টি চেয়ার প্রদান করা হয়।
তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যেকোনো সহায়তা দরকার হলে ইবনে সিনা ট্রাস্ট সহায়তা করবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে এখনও বিভিন্ন জিনিসের সংকট রয়েছে তার মধ্যে শিক্ষার্থীদের বসার জন্য চেয়ার সংকট অন্যতম। তবে আমরা মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার চেষ্টা করছি। আমাদের আহ্বানে ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে ৩ সিট বিশিষ্ট ৩৯ জন বসার জন্য চেয়ার সরবরাহ করেছেন তারা। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।
চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাঃ ফরিদ উদ্দীন খান, প্রক্টর মাহবুবুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আখতার হোসেন মজুমদার এবং ইবনে সিনা মেডিকেলের মার্কেটিং ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট উইংয়ের মাসুদ রানা ও শামীম ফেরদৌস এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মচারী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]